Site icon Jamuna Television

উত্তরা গণভবণের চিড়িয়াখানায় শ্যামল-শ্যামা দম্পতির বাচ্চা প্রসব

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরের উত্তরা গণভবনের চিড়িয়াখানায় শ্যামল-শ্যামা (হরিণ-হরিণী) দম্পতি একটি শাবক প্রসব করেছে। বুধবার সকালে এই বাচ্চাটি জন্ম গ্রহণ করে। পরে তার নাম রাখা হয় শুক্লা। খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষ চিড়িয়াখানা পরিদর্শন করেন।

নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, নাটোরের উত্তরা গণভবনের চিড়িয়াখানায় মোট ৫টি হরিণ ছিল। এরমধ্যে শ্যামল-শ্যামা দম্পতি একটি বাচ্চা প্রসব করায় চিরিয়াখানায় হরিণের সংখ্যা এখন ৬টি। বাচ্চা প্রসবের পর মা শ্যামা ও বাচ্চা শুক্লা উভয়েই সুস্থ রয়েছে। তাদের পরিচর্যার জন্য জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

Exit mobile version