Site icon Jamuna Television

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের রাজবাড়ি রোডের একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টায় দফায় দফায় চলেছে সালিশ বৈঠক। এ ঘটনার পর অভিযুক্ত কেয়ার এন্ড কিউর হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টার কর্তৃপক্ষ পালিয়ে যায়।

নিহতের নাম জাহানার আক্তার সুমি (২৫)। তিনি জেলা শহরের কাজীবাড়ি এলাকার জরিপ হোসেনের স্ত্রী এবং শ্রীপুর উপজেলার লোহাগাছিয়া গ্রামের জয়নাল আবেদিনের মেয়ে।

নিহতের স্বজনরা জানায়, গতকাল রাতে সিজার অপারেশনের মাধ্যমে প্রসূতি সুমির একটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু কর্তৃপক্ষের ভুল চিকিৎসায় রোগীর অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়। মুমূর্ষু অবস্থায় হাসাপাতাল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে তাকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসায় সুস্থ প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন স্বজনরা ।

এদিকে ক্লিনিকের পোষ্ট অপারেটিভ ব্যবস্থা নেই। উপস্থিত ছিলেন না কোন দক্ষ গাইনী ডাক্তারও।

Exit mobile version