Site icon Jamuna Television

‘দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের ছেড়ে দিয়ে স্কুল শিক্ষকদের নিয়ে ব্যস্ত দুদক’

দুর্নীতির সাথে জড়িত বড় বড় রাঘববোয়ালদের ধরে এনে ছেড়ে দিচ্ছে দুর্নীতি দমন কমিশন। এমনটা মন্তব্য করেছেন আদালত।

সকালে কোচিং সেন্টার নিয়ে শুনানিকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন। যেখানে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে সেখানে প্রাইমারী স্কুলের শিক্ষকরা স্কুলে যাচ্ছেন কি যাচ্ছেন না তা নিয়ে দুদক ব্যাস্ত বলেও জানান আদালত।

দুদক দুর্নীতিবাজ রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না জানিয়ে আদালত বলেন, ছোট দুর্নীতির আগে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন।

Exit mobile version