Site icon Jamuna Television

পাঁচবিবিতে কাঁচ চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে কাঁচের নিচে চাপা পড়ে রেজাউল আকন্দ(৩৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার দানেজপুর গ্রামের জালাল আকন্দের ছেলে। আজ শুক্রবার বেলা ১২ টায় রেলস্টেশন এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান মা হার্ডওয়ার ও কাঁচ ঘরের সামনে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,কাঁচ ভর্তি ট্রাক খালাস করার সময় রেজাউল দাঁড়িয়ে দেখছিল।এসময় হঠাৎ করে ট্রাকের সম্পূর্ন কাঁচ তার শরীরের উপর চাপা পড়ে। আশে পাশের লোকজন প্রায় ১৫ মিনিট চেষ্টা করে কাঁচের স্তুপের ভিতর থেকে রেজাউলকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় ফায়ার সার্ভিসের গাড়িতে করে তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রেজাউলকে মৃত ঘোষণা করেন।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃবজলার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

Exit mobile version