Site icon Jamuna Television

বিশ্ব মিডিয়ায় শীর্ষ খবর চুড়িহাট্টার অগ্নিকাণ্ড

চকবাজারের চুড়িহাট্টায় ভবনে অগ্নিকাণ্ডের খবর বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে, এবং হচ্ছে। গত রাতে ঘটনার অল্পক্ষণ পর থেকেই বিবিসি, সিএনএন, আল জাজিরা, নিউইয়র্ক টাইমস সহ শীর্ষ সংবাদমাধ্যমগুলোতে খবরটির ব্রেকিং নিউজ হিসেবে প্রচারিত হয়।

এরপর থেকে ধীরে ধীরে নিহতের সংখ্যা বাড়তে থাকায় গত প্রায় ১৮ ঘণ্টা ধরে এসব সংবাদমাধ্যমে দিনের অন্যতম শীর্ষ খবর হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বিবিসি, আল জাজিরার ওয়েবসাইটে অগ্নিকাণ্ডের খবরটিকে প্রধান শিরোনাম হিসেবে রাখা হয়েছে।


বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সর্বশেষ নিহতের সংখ্যা ৭৮ বলে জানিয়েছে।

গুগল নিউজ ফিড

গুগল নিউজে বিশ্বের শতাধিক সংবাদমাধ্যমের ওয়েবসাইটে আগুনের খবর, ছবি ও ভিডিও দেখা গেছে। বিশ্বজুড়ে ফেসবুক ও টুইটারের নিউজ ফিডেও ব্যাপকভাবে এ সংক্রান্ত খবর শেয়ার করছেন দুটি মাধ্যমের ব্যবহারকারীরা।

Exit mobile version