Site icon Jamuna Television

জয়পুরহাটে নৈশ প্রহরী হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাট জেলা-যুগান্তর

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে এক নৈশ প্রহরীকে হত্যার দায়ে ৩ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও নগদ ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছ জেলা ও দায়রা জজ আদালত।

আজ সোমবার এক জনাকীর্ণ আদালতে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম মমতাজ পারভিন এই রায় ঘোষণা করেন। দণ্ড প্রাপ্তরা হলেন, ক্ষেতলাল উপজেলার দিলবর হোসেন, মোশারফ হোসেন ও সিদ্দিক হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার শনিপুকুর গ্রামের এক পানি সেচের ডিপ মেশিনের নৈশ প্রহরী কসবা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে গোলাম রব্বানী কে হত্যা করা হয়। পরের দিন নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন এড. নৃপেন্দ্র নাথ মন্ডল ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন এইএম খলিলুর রহমান।

Exit mobile version