Site icon Jamuna Television

এবার পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি ভারতের

বুধবার সকাল থেকে একাধিকবার ভারত ও পাকিস্তানের যুদ্ধবিমান একে অন্যের আকাশসীমা লঙ্ঘন করেছে। এতে উভয় দেশ দাবি করছে প্রতিপক্ষের যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সর্বশেষ ভারতী বার্তা সংস্থা এএনআই ভারত সরকারের সূত্রের বরাতে জানিয়েছে, আকাশসীমা লঙ্ঘনের পর পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারতীয় বাহিনী।

খবরে বলা হয়েছে, জন্মু কাশ্মিরের নওশেরা সেক্টরের বিপরীতে পাকিস্তান সীমান্তের ৩ কিলোমিটার অভ্যন্তরে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

এর আগে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, আকাশসীমা লঙ্ঘনের কারণে দুটি ভারতীয় যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে। এদের একটি আজাদ কাশ্মির এবং অন্যটি জম্মু কাশ্মিরে বিধ্বস্ত হয়েছে।

আজাদ কাশ্মিরে বিধ্বস্ত বিমানের এক পাইলটকে আটক করা হয়েছে বলেও জানায় পাক আইএসপিআর। এর আগে সকালে জম্মু কাশ্মিরের বুদগাম জেলায় একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত হন।

Exit mobile version