Site icon Jamuna Television

আজও সারাদেশে থাকবে বৃষ্টি

পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের কারণে আজ বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টি ঝরবে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, রাজধানীসহ সারা দেশে আজ বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। তবে সন্ধ্যার পর থেকে এটি ক্রমশই কেটে যাবে। তবে শুক্রবার থেকে স্বাভাবিক হতে শুরু করবে আবহাওয়া পরিস্থিতি।

এ কারণে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত এবং অন্য নদী বন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও দেশের সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবেই মূলত দেশের আবহাওয়ার বর্তমান অবস্থা।

Exit mobile version