Site icon Jamuna Television

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উলিপুরে মানববন্ধন

দৈনিক যুগান্তর পত্রিকার গ্রেফতারকৃত দুই সাংবাদিকের মুক্তি ও চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ বুধবার দুপুরে কুড়িগ্রামের উলিপুরে উপশহরের চাররাস্তা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উলিপুরের সাংবাদিক সমাজ ও স্বজন সমাবেশের আয়োজনে প্রতিবাদ সমাবেশে যুগান্তর প্রতিনিধি উত্তম কুমার সেন গুপ্ত লক্ষনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম সরদার, সাংস্কৃতিক সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি হাফিজুর রহমান সেলিম, কালেরকন্ঠ প্রতিনিধি রোকনুজ্জামান মানু, প্রচার সম্পাদক ও করতোয়া প্রতিনিধি সুভাষ সাহা ভজন, সাপ্তাহিক জুলফিকার পত্রিকার সম্পাদক মমতাজুল হাসান করিমী, সংবাদ প্রতিনিধি আনিছুর রহমান মিয়াজী, ভোরের ডাক প্রতিনিধি নুরবক্ত মিয়া, ডেইলি মেইল প্রতিনিধি আসলাম উদ্দিন আহম্মেদ, আমাদের সময় প্রতিনিধি শিমুল দেব ও ক্ষেত মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেলোয়ার হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা সংবাদ প্রকাশের জের ধরে যুগান্তরের গ্রেফতারকৃত সাংবাদিকদের নিঃশর্ত মুক্তিসহ ও সকল সাংবাদিককের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

Exit mobile version