Site icon Jamuna Television

ঈশ্বরদীতে ডাকাতিকালে গণপিটুনিতে নিহত ১

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে ডাকাতিকালে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত দুটোর দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৭/২৮ বছর। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে ১০/১১ জনের ডাকাতদল র‌্যাব পরিচয়ে উপজেলার পতিরাজপুর গ্রামের মৃত হালিম উদ্দিনের বাড়িতে ডাকাতি করে। এরপর পাশেই হাফেজ তাজুল ইসলামের বাড়িতে গিয়ে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ডাকাতদলকে ধাওয়া করে একজনকে ধরে গণপিটুনি দেয়। অন্যরা পালিয়ে যায়। এতে এক ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

Exit mobile version