Site icon Jamuna Television

বিএনপি’র জন্য কোন নির্বাচন থেমে থাকবে না: ওবায়দুল কাদের

বিএনপি’র জন্য কোন নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা উত্তর সিটির নির্বাচনে অংশ না নিয়ে দলটি ধ্বংসের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

দুপুরে ধানমন্ডির ৩ এ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সংসদে ও মাঠে শক্তিশালী বিরোধী দল চায় আওয়ামী লীগ। বিএনপির পক্ষে জনসমর্থন না থাকার বিষয়টি জাতীয় নির্বাচনের মাধ্যমেই প্রমাণ হয়েছে বলেও দাবি করেন তিনি। এসময় জাতীয় পার্টি অঙ্গীকার করেও নির্বাচনে কাঙ্ক্ষিত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে, পঞ্চম উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন আওয়ামী লীগের এ নেতা।

Exit mobile version