Site icon Jamuna Television

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ জামাল হক ওরফে জাম্বু মিয়া নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ক্যক্তি
মাদক ব্যবসায়ী।

ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, মাদক চোরাচালানের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে নিহত হয় জামাল হক ওরফে জাম্বু মিয়া। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে গাজা ও ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ।

Exit mobile version