Site icon Jamuna Television

সৌদিতে নজিরবিহীন ধরপাকড়, ১৫ যুবরাজ-মন্ত্রী আটক

সৌদি আরবে দুর্নীতির অভিযোগে আটক করা হয়েছে ১১ জন যুবরাজ, চারজন বর্তমান মন্ত্রী এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে। রদবদল চলছে সৌদি মন্ত্রিসভাসহ সরকারের শীর্ষ পদগুলোতে।

শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা- এসপিএ জানায়, রাজকীয় ডিক্রি জারির মাধ্যমে নতুন দুর্নীতি দমন কমিশন গঠনের ঘোষণার পর তাদের আটক করা হয়। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে কমিটি গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই আটক করা হয় এই বিপুলসংখ্যক বর্তমান ও সাবেক শীর্ষ সৌদি কর্মকর্তাকে। আটকদের মধ্যে রয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী প্রিন্স আল ওয়ালিদ বিন তালালও।

জানা গেছে, এরই মধ্যে সৌদি সশস্ত্র বাহিনী- ন্যাশনাল গার্ডের প্রধানের পদ থেকে প্রিন্স মেতেব বিন আব্দুল্লাহ এবং অর্থমন্ত্রী আদেল ফাকেইহ বহিষ্কৃত হয়েছেন। নতুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে মোহাম্মদ আল-তুওয়াইজরি ও ন্যাশনাল গার্ড প্রধান হিসেবে খালেদ বিন আয়াফ নিয়োগ পেয়েছেন। এছাড়া সৌদি নৌ-বাহিনীর কমান্ডার আব্দুল্লাহ আল-সুলতানের স্থলাভিষিক্ত হয়েছে ফাহাদ আল-ঘাফলি। এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি সৌদি প্রশাসন।

Exit mobile version