Site icon Jamuna Television

সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের স্থগিত করা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের স্থগিত কমিটি বিলুপ্ত ঘোণষা করা হল’। একই সঙ্গে অবিলম্বে এই শাখায় নতুন নেতৃত্ব দেয়ার কথা জানানো হয় ওই প্রেস বিজ্ঞপ্তিতে।

জানা যায়, গত বছরের ৪ মে ছাত্রী মারধরের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ওই কলেজে ছাত্রলীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। তৎকালীন ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ কমিটির কার্যক্রম স্থগিত করেন।

Exit mobile version