Site icon Jamuna Television

হায়দরাবাদের প্রথম ম্যাচেই চূড়ান্ত একাদশে সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইটরাইডার্সের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের প্রথম ম্যাচে খেলছেন সাকিব আল হাসান।

সবশেষ বিপিএলে আঙুলে চোট পাওয়ায় নিউজিল্যান্ড সফর মিস করেন সাকিব আল হাসান। চোটের কারণে আইপিএলে হায়দরাবাদের প্রথম ম্যাচ থেকে তার খেলা নিয়ে গুঞ্জন ছিল। তবে চোট কাটিয়ে আইপিএল দিয়েই পেশাদার ক্রিকেটে ফিরছেন সাকিব।

শনিবার বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ইডেন গার্ডেনসে বল মাঠে গড়ানোর আগে ঐতিহাসিক ‘ফাইভ মিনিট বেল’ বাজান। কলকাতার ইডেন গার্ডেনে এ ঐতিহ্য ধরে রেখে ঘণ্টা বাজিয়েছেন সাকিব।

আইপিএলের গত কয়েক মৌসুম কলকাতার হয়ে খেলেছেন সাকিব আল হাসান। সেই সাকিবকে দিয়েই বাজানো হয়েছে ঘণ্টা।

ইডেন গার্ডেন্সে খেলা শুরুর আগে ঘণ্টা বাজানো ঐতিহ্যের অংশ। রোববার কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের খেলার আগেও সেই ধারা বজায় রাখা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে কলকাতার ইডেন গার্ডেনসের ঐতিহ্য ধরে ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর উদ্যোগ নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রধান সৌরভ গাঙ্গুলী।

হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্ট্রো, মনশ পান্ডিয়া, দীপক হোডা, সাকিব আল হাসান, বিজয় শঙ্কর, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবেনেশ্বর কুমার (অধিনায়ক), মন্দীপ শর্মা ও সিদ্ধার্থ কুল।

কলকাতা: ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, শুবম গিল, নিথিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, পিজুষ চাওলা, কুলদীপ যাদব, ‍লুকি ফার্গুনসন ও প্রসিদ কৃষ্ণ।

Exit mobile version