Site icon Jamuna Television

‘আওয়ামী লীগের শেকড় জনগণের সাথে’

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্রের মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তি এসেছে। বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের আলোচনা সভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আইয়ুব খান, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া সবাই আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু দলের শেকড় জনগণের সাথে লেগে থাকায়, তারা সফল হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক ধাপে ধাপে বাঙালি জাতিকে স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। তিনি অনেক আগে থেকেই স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন। ৭ মার্চে ঘোষণার মাধ্যমে জনগণকে প্রকৃত নির্দেশনা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের। সব শ্রেণির মানুষের সামাজিক উন্নয়নের জন্যই বাকশাল গঠন করা হয়েছিল বলে আবারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

টিবিজেড/

Exit mobile version