Site icon Jamuna Television

কিমের সাথে বৈঠক: আমেরিকার হাতে পরমাণু অস্ত্রভাণ্ডার তুলে দিতে বলেছিলেন ট্রাম্প!

গত মাসে ভিয়েতনামের হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বৈঠকে বসেছিলেন। এক পর্যায়ে যখন কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হওয়ার উপক্রম হয়, তখন কিমের হাতে একটি কাগজ তুলে দেন ট্রাম্প।

আজ এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাদের হাতে আসা বৈঠকের নথিপত্র ঘেঁটে দেখা যাচ্ছে ওই কাগজের টুকরোতে মূলত ট্রাম্প কিমকে আহ্বান জানান পিয়ংইয়ং যেন তাদের পরমাণু অস্ত্রভাণ্ডারটি ও বোমা চালানো ফুয়েল ওয়াশিংটনের হাতে তুলে দেয়!

এর মাধ্যমে উত্তর কোরিয়া বুঝতে পারে যুক্তরাষ্ট্র আসলে কী ধরনের আলোচনা চাচ্ছে। এই মনোভাব বুঝতে পেরেই বৈঠকে কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই ফিরে গেছেন কিম জং উন।

অবশ্য ওইদিন কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হওয়ার বিষয়ে কোনো পক্ষই মুখ খুলেনি।

Exit mobile version