Site icon Jamuna Television

এফ আর টাওয়ারের একাংশের মালিক বিএনপি নেতা তাসবিরুল আটক

বনানীর এফ আর টাওয়ারের একাংশের মালিক বিএনপি নেতা তাসবিরুল ইসলামকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ শনিবার রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে আটক করা হয়।

এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ড এবং হতাহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে শনিবার বনানী থানায় একটি মামলা দায়ের করে। এতে তাসভির-উল ইসলামসহ রুপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী মুকুল, বুয়েটর অবসরপ্রাপ্ত প্রকৌশলী ফারুক হোসেন, ভবনের ব্যবস্থাপনা কমিটি এবং অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে।আটক তাসবিরুল ইসলাম কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।

গত বৃহস্পতিবার এই টাওয়ারে আগুনে ২৫ জনের মৃত্যু ঘটে।

Exit mobile version