Site icon Jamuna Television

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩৫

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় প্রাণ গেছে অন্তত ৩৫ জনের। আশ্রয়হীন লাখো মানুষ। নিখোঁজ অনেকে।

তিনদিনের টানা বৃষ্টি ও বন্যায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। পানিতে তলিয়ে গেছে বাড়িঘরসহ অসংখ্য ভবন ও স্থাপনা। ফারিয়াব, বাগদিস আর হেরাতসহ অন্তত সাতটি প্রদেশ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত। গেল বছর অঞ্চলটিতে তীব্র খরার পর এবারের দুর্যোগ বাসিন্দাদের জীবনে যোগ করেছে বাড়তি ভোগান্তি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণ সরবরাহে রীতিমতো হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। অসময়ে এমন বন্যায় ঝুঁকিতে পড়েছে বিস্তীর্ণ অঞ্চলের শস্যক্ষেত্র।

টিবিজেড/

Exit mobile version