Site icon Jamuna Television

যা কিছুই ঘটে তার সব দায় বিএনপির ওপর চাপায় সরকার: রিজভী

যা কিছুই ঘটে তার সব দায় বিএনপির ওপর চাপায় সরকার। এ কারণেই বনানী অগ্নিকাণ্ডের বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সকালে বিএনপির নয়াপল্টন কার্য্যালয়ে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন। উদর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর জন্যই তাসবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি দাবী করেন।

তিনি বলেন প্রধানমন্ত্রী লাশে বিশ্বাস করেন, সেটা বিরোধী দল হোক আর সাধারণ মানুষ। আর তাই সরকারের সাথে জড়িত ডেভলপাররা নির্বিঘ্নেই ঘুরে বেড়াচ্ছে।

টিবিজেড/

Exit mobile version