Site icon Jamuna Television

ফেসবুক পোস্টে ‘হাহা’ রিয়েক্ট দেয়ায় ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

ফেসবুকে এক ছাত্রীর পোস্টে ‘হাহা’ রিয়েক্ট দেয়ার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন ছাত্র আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে (শহীদ মিনার এলাকা) এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাটল ট্রেন ভিত্তিক ছাত্রলীগের গ্রুপ ‘বিজয় গ্রুপ’র এক শিক্ষার্থী এক ছাত্রীর ফেসবুক পোস্টে ‘হাহা রিয়েক্ট’ দেন। এর জেরে ওই ছাত্রীর বন্ধুরা– যারা ভিন্ন আরেক গ্রুপ সিএফসির সদস্য– বিজয় গ্রুপের ওই সদস্যকে শাসায়। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে বিজয় গ্রুপের তিন সদস্য জুবায়ের আহমেদ (আরবি বিভাগ, ২০১৬-১৭ সেশন), মোহাম্মদ তনয় (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ২০১৮-১৯ সেশন) এবং কাজল দাস (নৃবিজ্ঞান বিভাগ, ২০১৭-১৮ সেশন) আহত হন।

Exit mobile version