Site icon Jamuna Television

চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথমদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বাংলা প্রথমপত্র পরীক্ষা।

এবার দেশের মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। গত বছরের চেয়ে বেড়েছে ৪০ হাজার ৪৮ জন। দেশের ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ৬ লাখ ৮৭ হাজার ৯ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ভকেশনাল পরীক্ষায় ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ৮৮ হাজার ৪৫১ জন। প্রশ্নফাঁস ঠেকাতে আজ থেকে পরীক্ষার শেষ পর্যন্ত সারাদেশে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

টিবিজেড/

Exit mobile version