Site icon Jamuna Television

ট্রলারডুবিতে নিখোঁজ নারী আনসার সদস্যর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঝড়ের মাঝে পড়ে ট্রলারডুবিতে নিখোঁজ নারী আনসার সদস্য রিতা বেগমের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে, এখনও নিখোঁজ প্রিজাইডিং কর্মকর্তাসহ ২ জন। উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন শেষে ট্রলারে করে ফিরছিলেন তারা।

পুলিশ জানায়, চর হোগলা এলাকায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে চর কিশোরগঞ্জের বালুর ঘাট থেকে সোনারগাঁয়ের বৈদ্যের বাজারের উদ্দেশে রওনা হন প্রিজাইডিং অফিসার, পুলিশ সদস্য ১৯ জন। ট্রলারটি মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। খবর পেয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। ১৬ জন জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। নিখোঁজ রয়েছেন প্রিজাইডিং অফিসারসহ ২ জন।

টিবিজেড/

Exit mobile version