Site icon Jamuna Television

নেপালে ঝড়ে আঘাতে নিহত ২৭

নেপালের কাঠমান্ডুতে প্রলয়ংকারী ঝড়ের কবলে মারা গেছেন কমপক্ষে ২৭ জন; আহত ৪ শতাধিক। সোমবার, এ তথ্য নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী কে পি ওলি।

বিবৃতিতে জানান, রাজধানীর দক্ষিণাঞ্চলে রোববার আঘাত হানে মৌসুমী ঝড়টি। যার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কয়েকটি এলাকা। বিধ্বস্ত হয় ঘরবাড়ি। উপড়ে পড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। এরফলে, রাজধানীর সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়া, ঝড়ো হাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারায় বেশ কিছু যানবাহন; এরফলে বাড়ে হতাহতের সংখ্যা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বারা ও পারসা এলাকায় নষ্ট হয়েছে কয়েকশ’ মাইল আবাদি জমি। সেখানকার বাড়িঘরের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছে। চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, বেশ কয়েকদিন থাকবে এমন দুর্যোগপূর্ণ পরিবেশ।

টিবিজেড/

Exit mobile version