Site icon Jamuna Television

খালেদা জিয়াকে আজ বিএসএমএমইউ’তে নেয়া হতে পারে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডের কারাগার থেকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়ার কথা রয়েছে। দুপুর ১২ টার পরে তাকে নিয়ে আসা হবে বলে জানা যায়।

সকালে কারা কর্তৃপক্ষের একটি ভ্যানে করে খালেদা জিয়ার ব্যবহৃত জিনিসপত্র হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চারপাশে অতিরিক্ত আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা গেছে।

জানা যায়, খালেদা জিয়াসহ অন্য আসামির বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার ৯ নম্বর অস্থায়ী বিশেষ জজ আদালতে এই শুনানি হবে। শুনানি শেষে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হতে পারে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে তার জন্য হাসপাতালের কেবিন প্রস্তুত রাখা হয়েছে।

টিবিজেড/

Exit mobile version