Site icon Jamuna Television

৯ দফা দাবিতে খুলনার পাটকল শ্রমিকদের লাঠি মিছিল

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়াত্ব পাটকলের শ্রমিকরা লাঠি মিছিল করেছে।

সকালে ৯টি পাটকলের শ্রমিকরা নিজ নিজ মিলগেটে জড়ো হয়। সবাই এক হয়ে লাল পতাকা ও লাঠি হাতে মিছিল বের করে তারা। যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি খুলনা-যশোর মহাসড়কে কিছুক্ষণ অবস্থান নেয়। এ সময় বন্ধ হয়ে যান চলাচল। সড়ক থেকে মিছিল নিয়ে সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। দাবি বাস্তবায়নে আগামিকাল সকাল থেকে ৭২ ঘণ্টা কর্মবিরতি পালন করবে শ্রমিকরা।

একই সাথে সকাল থেকে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিও পালিত হবে।

টিবিজেড/

Exit mobile version