Site icon Jamuna Television

‘এফআর টাওয়ারের অবৈধ অংশ নির্মাণে রাজউকের কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে দুদক’

বনানীর এফ আর টাওয়ারের বর্ধিতাংশ নির্মাণে রাজউকের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত বাংলাদেশের তরুণ যুব ও মাদকাসক্তির বর্তমান পরিস্থিতি বিষয়ক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, আমরা তদন্ত করছি, যদি দেখি অনুমোদিত ১৮ তলা ভবন ২২ তলা করায় রাজউকের কেউ জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

টিবিজেড/

 

Exit mobile version