Site icon Jamuna Television

‘বিএসএমএমইউ’তেই খালেদা জিয়ার সুচিকিৎসা হবে, এখানে কোনো রাজনীতি নেই’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই খালেদা জিয়ার সুচিকিৎসা হবে। এখানে অন্য কোনো রাজনীতি নেই বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছে। সবকিছু নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান জানান তিনি।

বনানীর এফআর টাওয়ারের একাংশের মালিক অপরাধী হলেও তার পক্ষে বিএনপি সাফাই গাচ্ছে বলে মন্তব্য করেন নাসিম। অগ্নিকাণ্ড রোধ, সড়কে অনিয়ম, দুর্নীতি ঠেকাতে ১০, ১১ এপ্রিল সমাবেশ ও ১৫, ১৬ এপ্রিল গোলটেবিল বৈঠক করবে ১৪ দল। যাতে জামায়াত বাদে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে জানান তিনি।

টিবিজেড/

Exit mobile version