Site icon Jamuna Television

ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৮ বছরের শিশু নিহত

নড়াইলে মাটিবহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে রায়হান নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে পৌরসভার বরাশুলা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরাশুলা গ্রামের কৃষক বশির মোল্লার ছেলে রায়হান তাদের বাড়ি সংলগ্ন রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মাটিবহনকারী ট্রলির পেছনের অংশ ধরে ঝুলছিলো। এসময় অসাবধানতাবশত চালক ট্রাকটি  পিছনে নিতে গেলে রায়হান পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নড়াইল সদর থানার এসআই রেজাউল করিম জানান, মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না দেয়ায় জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

টিবিজেড/

Exit mobile version