Site icon Jamuna Television

ছাত্রলীগ নেতার প্রতারণায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি ৫০ শিক্ষার্থী

মাগুরা প্রতিনিধি

দুই ছাত্রলীগ নেতার প্রতারণার ফাঁদে পড়ে মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের ৫০ শিক্ষার্থী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। ওই ছাত্রদের ফরম পূরণ বাবদ প্রায় সাড়ে ৪লাখ টাকা নিয়ে সটকে পড়েছে কলেজ ছাত্রলীগের ওই দুই নেতা। এ ঘটনায় ওই কলেজের ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষBf করেছে জেলা ছাত্রলীগ ।

জানা যায়, ওই কলেজের এবারের এইচএসসি টেস্ট পরিক্ষায় অকৃতকার্য ছাত্রছাত্রীদের ফরম ফিলাপ করিয়ে দেয়ার কথা বলে অন্তত ৫০ জন ছাত্রছাত্রীর কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা অমি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিন হোসেন । শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগের দিনেও প্রবেশপত্র না আসায় ওই পরিক্ষার্থীরা বিষয়টি অধ্যক্ষকে জানান। কিন্তু ততক্ষণে আর কিছু করার নেই বলে জানান অধ্যক্ষ ।

এ ঘটনা জানাজানি হলে জেলা ছাত্রলীগ ওই কলেজের কমিটি বিলুপ্ত করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ।

টিবিজেড/

Exit mobile version