Site icon Jamuna Television

বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির অপসারণের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম ইমামুল হকের অপসারণের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে জেলা প্রশাসনের মাধ্যমে এই স্মারকলিপি দেয়া হয়।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। উপচার্যের পদত্যাগ চেয়ে স্লোগানও দেয় তারা। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্মারকলিপি গ্রহণ করেন।

পরে তিনি জানান, স্মারকলিপিতে উপাচার্যের নানা দুর্নীতি ও সমস্যার কথা তুলে ধরেছেন ছাত্র-ছাত্রীরা।

Exit mobile version