Site icon Jamuna Television

শিশু সন্তানকে আছাড় মেরে হত্যা, স্ত্রী-মেয়েকে কুপিয়ে জখম

পারিবারিক কলহের জেরে পঞ্চগড়ে শিশু সন্তাকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এছাড়া কুপিয়ে জখম করা হয়েছে স্ত্রীসহ দুই মেয়ে। সকালে চাকলাহাট ইউনিয়নের পূর্বজয়ধরভাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্ত্রী রশিদা বেগমের সাথে প্রায়ই ঝগড়া হতো স্বামী নাজিমুল ইসলামের। সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে রশিদা, মেয়ে নাজিরা ও রিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় নাজিমুল। এক পর্যায়ে ছোট মেয়ে রত্নাকে আছাড় মারে সে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর অবস্থায় তাদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানান, তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

Exit mobile version