Site icon Jamuna Television

সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু

সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু হয়েছে। আজ (১ এপ্রিল) থেকে আগামী ১৫ জুন পর্যন্ত মৌয়াল ও বাওয়ালীরা বনবিভাগ থেকে পাশ নিয়ে মধু আহরণ করতে পারবে। সোমবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগরের বুড়িয়োগালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে মধু আহরণ মৌসুম উদ্বোধন করা হয়।

সুন্দরবন পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা রশিরুল-আল-মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বনজীবীদের বিজ্ঞান সম্মত উপায়ে মধু আহরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, ১ এপ্রিল থেকে ১৫ জুন পর্যন্ত মধু আহরণ মৌসুম চলবে। চলতি মৌসুমে সাতক্ষীরা রেঞ্জে ৩ হাজার মন মধু ও এক হাজার মন মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরে অতিথিবৃন্দ সুন্দরবনের কলাগাছিয়া গিয়ে মৌচাক কেটে মধু আহরণ মৌসুম উদ্বোধন করেন।

Exit mobile version