Site icon Jamuna Television

সিলেটে দুই শিক্ষার্থীর প্রেমের বলি শিক্ষক সাইফুর

একদিন নিখোঁজের পর লাশ উদ্ধার হওয়া সিলেট মদন মোহন কলেজের শিক্ষক সাইফুর রহমান হত্যার রহস্য উদঘাটিত হয়েছে।

জানা যায় দুই শিক্ষার্থীর প্রেম ঘটিত কারণে পরিকল্পিতভাবে শিক্ষক সাইফুরকে হত্যা করেছে। এঘটনায় জড়িত দুজনকে আটকও করেছে সিলেট দক্ষিণ সুরমা থানা পুলিশ। আদালতে হত্যার সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছে আটক শিক্ষার্থীরা।

আটককৃতরা হলো সুনামগঞ্জের ছাতক উপজেলার আলমপুর গ্রামের মোজাম্মিল হোসেন এবং নগরীর শাহপরান এলাকার খিদিরপুর গ্রামের শফিকুর রহমানের মেয়ে নিশাত তাসনীম। এরা দুজনই এমসি কলেজের অনার্সের শিক্ষার্থী।

গতকাল দক্ষিণ সুরমা এলাকা থেকে সাইফুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করে। এরআগে গত শনিবার নগরের টিলাগড় এলাকায় মেস থেকে বের হয়ে নিখোঁজ হন সাইফুর।

লাশ উদ্ধারের পরপরই অভিযানে নামে পুলিশ। আজ ভোরে নগরীর দুটি জায়গা থেকে নিশাত ও মোজাম্মিলকে আটক করা হয়। পরে তাদের আদালতে তোলে পুলিশ। সেখানে মেট্রোপলিটন আদালত-৩ এর বিচারক সাইফুর রহমানের আদালতে হত্যার দায় স্বীকার করেন আটককৃতরা। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

Exit mobile version