Site icon Jamuna Television

বঙ্গবাজার কমপ্লেক্সে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ ব্যানার লাগালো ফায়ার সার্ভিস

রাজধানীর বঙ্গবাজার মার্কেট কমপ্লেক্সকে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ হিসেবে অভিহিত করে ভবনটির সামনে একটি বড় ব্যানার ঝুলিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

ব্যানারে লেখা হয়েছে, “অগ্নিনিরাপত্তার দিক থেকে বঙ্গবাজার কমপ্লেক্স খুবই ঝুঁকিপূর্ণ বিধায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হল।”

গত বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ার এবং পরের তিন গুলশানের ডিএনসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাজধানীজুড়ে অভিযান শুরু করেছে রাজউক ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। বিভিন্ন ভবনের অগ্নিনিরাপত্তা যাচাই করে দেখতেই এই অভিযান।

এদিকে ধানমন্ডির র‍্যাংগস ফরচুন স্কয়ারের সবকটি দোকান বন্ধের নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ওইসব দোকানের নিরাপত্তা ছাড় না থাকায় এই নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজউক জোন ৫ (ধানমন্ডি এবং লালবাগ) এর পরিচালক শাহ আলম চৌধুরী।

উল্লেখ্য, ওই ভবনে রয়েছে- ক্রিমসন কাপ বিডি, ইয়াম চা ডিস্ট্রিক্ট, গ্লেজড এবং জিং লিং রেস্টুরেন্ট এর মতো রাজধানীর খ্যাতনামা বেশকিছু খাবারের দোকান।

Exit mobile version