Site icon Jamuna Television

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে সামরিক সতর্কতা জারি

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে সামরিক সতর্কতা জারি করেছে জাতিসংঘ সমর্থিত সরকার। বিদ্রোহী সাবেক সেনা কর্মকর্তা খলিফা হাফতারের বাহিনীর তৎপরতা বাড়ানোর ঘোষণায় এ পদক্ষেপ নেয় সরকার।

লিবিয়ার পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণে থাকা গোষ্ঠীটির সদস্যদের পশ্চিমাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন দলের কমান্ডাররা।

অন্যান্য বিদ্রোহীদের উৎখাতে এ লড়াই হলেও নতুন করে সংঘর্ষের ঝুঁকির বাইরে নয় ত্রিপলিও। এরই মধ্যে যাত্রা শুরু করা বিপুলসংখ্যক সাঁজোয়া যান আর ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত যোদ্ধাদের ভিডিও প্রকাশ করেছে হাফতার বাহিনীর প্রতি বিশ্বস্ত লিবিয়ান ন্যাশনাল আর্মি। ধারণা করা হচ্ছে, বেনগাজির দিকে যাচ্ছে যোদ্ধারা। লিবিয়ায় সংঘাত নিরসনে রাজনৈতিক সমঝোতা আর নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনায় এ মাসেই হবে জাতিসংঘ সম্মেলন।

Exit mobile version