Site icon Jamuna Television

পরীক্ষাকেন্দ্রে দুর্বৃত্তের আগুনে দগ্ধ রাফি লাইফ সাপোর্টে

ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির অবস্থা আশঙ্কাজনক, নেয়া হয়েছে লাইফ সাপোর্টে।

আজ সোমবার সকালে এমনটা জানিয়েছেন চিকিৎসক ডা. সামন্ত লাল সেন। এর আগে নুসরাতের চিকিৎসায় ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসায় মাদ্রাসা তহবিল থেকে অনুদান দেয়া হবে দুই লাখ টাকা।

গত শনিবার আলিম পরীক্ষা দিতে কেন্দ্রে গেলে ওই ছাত্রীকে জোর করে ছাদে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরে তার শরীরে আগুন ধরিয়ে দেয় তারা।

Exit mobile version