Site icon Jamuna Television

সিরিয়ায় আইএস-আল কায়েদার হামলায় অন্তত ৬০ সেনা নিহত

সিরিয়ায় পৃথক জঙ্গি হামলায় প্রাণ গেছে ৬০ জনের বেশি সেনা সদস্যের। শনিবার, পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় এ তথ্য।

বৃহস্পতিবার হোমস প্রদেশের মরুভূমি এলাকায় রাতের আঁধারে সেনাদের ওপর হামলা চালায় আইএস। দু’দিন ধরে চলে সংঘাত। এখন পর্যন্ত ৩৫ সেনার মৃত্যুর খবর জানা গেছে।

একইসাথে, আইএস’র নিজস্ব গণমাধ্যম ‘আমাক নিউজে’র দাবি, আল-শুখনা এলাকায় সেনা ও তাদের মিত্রদের সাথে সংঘর্ষ হয়েছে। বোমা হামলায় ধ্বংস হয়েছে গাড়িবহর ও বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র। এদিকে, শনিবার ইদলিবের বাইরে হামলা চালিয়ে কমপক্ষে ২৬ সেনাকে হত্যা করে, আল-কায়েদা।

মার্চ মাসেই, সিরিয়ায় আইএস’র সবশেষ ঘাঁটি দখলের মাধ্যমে তথাকথিত খেলাফত আন্দোলনের ইতি ঘোষণা করে সরকার। সেসময়ই আশঙ্কা করা হয়, রয়ে গেছে জঙ্গি স্লিপার সেল। যেকোন মুহূর্তে সক্রিয় হয়ে উঠতে পারে তারা।

Exit mobile version