Site icon Jamuna Television

নড়াইলে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তার নিয়ে নড়াইল সদর উপজেলার শালিখা গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ডাবলু শেখকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শালিখা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ডাবলু পুরাতন শালিখা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে এবং ২০১২ সালের প্রথম দিকে সেনাবাহিনীর চাকুরি থেকে অবসর নেয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শালিখা গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে ডাবলূ গ্রুপ ও বিদ্যু গ্রুপের মধ্যে দীর্ঘ দিন দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে নড়াইলের শালিখা বাজারে দোকানে টিভি দেখার সময় অতর্কিত ভাবে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় ডাবলু শেখের হাত, ঘাড় ও বুকে কুপিয়ে হত্যা করা হয়।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

Exit mobile version