Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে পরিবারের আরও দুই সদস্য। ভোরে উপজেলার মহানগর উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে বাড়ির বারান্দায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন ওমর আলীর স্ত্রী রুবিনা খাতুন। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন ওমর আলী, তার মা আশুরা খাতুন ও বাবা ছমির আলী। দ্রুত চারজনকে উদ্ধার করে নেয়া হয় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তব্যরত চিকিৎসক ওমর আলী ও আশুরা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা।

Exit mobile version