Site icon Jamuna Television

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দুবারের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার সকালে এক ভিডিওবার্তায় বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। খবর বিবিসির।

২০১৭ সালে এক সাক্ষাৎকারে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে এমন ইঙ্গিত দিয়েছিলেন বাইডেন।

দ্য হিলের খবরে জানায়, গত নির্বাচনেই প্রেসিডেন্ট পদে লড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু ছেলে অসুস্থ হয়ে পড়ায় সেবার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান বলে জানিয়েছেন বাইডেন।

এ ছাড়া ১৯৮৮ ও ২০০৮ সালে তিনি প্রেসিডেন্ট পদের জন্য লড়েছিলেন। পরে দুই মেয়াদে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি হিসেবে কাজ করেন তিনি।

Exit mobile version