Site icon Jamuna Television

সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার মাগফেরাতে জুমার নামাজে বিশেষ দোয়া

নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার মাগফেরাতে জুমার নামাজে বিশেষ দোয়া করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশেই মসজিদে মসজিদে এই দোয়া করা হয়। এসময়, নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

এর আগে বায়তুল মোকাররমে, খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান পেশ ইমাম। বলেন, ইসলাম মানুষ হত্যা কোনভাবেই সমর্থন করে না। যারা ইসলামের নামে মানুষ হত্যা করে, তারা ইসলাম ও মানবতার শত্রু। পাশাপাশি, দেশের মাটিতে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। বলেন, ইসলামের সঠিক ব্যাখা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে মানুষ ভুল পথ থেকে বেরিয়ে আসবে।

Exit mobile version