Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর নাম করে ব্যবসা করলে তাদের সাথে কোনো সম্পর্ক নয়: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর নাম করে ব্যবসা করলে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সকালে জাতীয় গ্রন্থাগারে মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে এখন অনেকেই ফায়দা লুটার চেষ্টা করছে। এদের চিহ্নিত করে বয়কট করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শ্রীলংকায় বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না এমন তথ্য তার জানা নেই। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মুজিবনগর দিবস পালন না করায় একটি রাজনৈতিক দলের সমালোচনা করেন।

Exit mobile version