Site icon Jamuna Television

এবার চাকরি ফিরে পেলেন সেই জাহালম

বিনা অপরাধে দীর্ঘ ৩ বছর কারাবাস করার পর আদালতের নির্দেশে মুক্তি পাওয়া সেই জাহালম এবার ফিরে পেয়েছেন তার চাকরিও।
১৬ এপ্রিল থেকেই তিনি কর্মস্থল নরসিংদীর ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলে তাঁতী হিসেবে কাজ শুরু করেন।

মুক্তির পরপরই তিনি চাকরি ফিরে পেতে বিজেএমসি’র চেয়ারম্যান বরাবর আবেদন করলে বিজেএমসি চেয়ারম্যান সবকিছু দেখে তাকে স্বপদে যোগদান করার নির্দেশ দেন।

এর প্রেক্ষিতেই গত ১৬ তারিখ তিনি বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জুট মিল কর্তৃপক্ষের কাছে তার কাগজপত্র জমা দিয়ে স্বপদে পুনরায় যোগদান করেন।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারিতে দুদকের দায়ের করা ৩৩টি মামলায় ছালেকের পরিবর্তে ২০১৬ সালের ৬ই ফেব্রুয়ারি জাহালমকে আটক করা হয়। দীর্ঘ তিনবছর ভুল আসামি হিসেবে জেলে থাকার পর এ বছরের ৩ ফেব্রুয়ারি মুক্তি পান তিনি।

যমুনা অনলাইন/ইএ

Exit mobile version