Site icon Jamuna Television

নেত্রকোণায় ডোবার পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি

খেলাধূলা করার সময় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে গিয়ে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত তিন শিশু হল ওই গ্রামের মিলন মিয়ার ছেলে নিয়ন (৪), একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে হালিমা আক্তার (৩) ও রুস্তম আলীর মেয়ে ফাহিমা আক্তার (৫)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার আগে ওই তিন শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় তারা দল বেঁধে হাঁসের বাচ্চা ধরতে গেলে পর্যায়ক্রমে ওই ডোবার পানিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা ওই শিশুদের দ্রুত উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version