Site icon Jamuna Television

কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

কিরগিজস্তানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ। অবশ্য এই জয়ের আগেই অনূর্ধ্ব-১৯ বঙ্গবন্ধু অন্তর্জাতিক গোল্ডকাপে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।

শুক্রবার কিরগিজস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার ২৯ সেকেন্ডেই সানজীদা আকতারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। খেলার ৫৬ মিনিটে সানজীদার ক্রস থেকে বল পেয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার।

তবে খেলার ৬৯ মিনিটে জাইরিনার গোলে ব্যবধান কিছুটা কমায় কিরগিজস্তান। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

Exit mobile version