Site icon Jamuna Television

সৌদিতে প্রথম নারী বাস্কেটবল টুর্নামেন্ট

উদারিকরণের প্রক্রিয়ায় সৌদি আরবে অনুষ্ঠিত হল দেশটির ইতিহাসে প্রথম নারী বাস্কেটবল টুর্নামেন্ট। শনিবার লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা নগরীতে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় দারুল হিকমা ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি। কিং আব্দুল্লাহ স্পোর্স্টস সিটিতে হওয়া এ খেলায় শুধুমাত্র নারীরা অংশ নেন। দর্শক সারিতেও ছিলেন শুধু নারীরা।

জেদ্দা ইউনাইটেড বাস্কেটবল টিমের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে এর শুরা সদস্য লিনা আল মায়িনা বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে খেলাধুলার প্রতি নারীদের আগ্রহ প্রকাশ পেয়েছে। সমাজে খেলাধুলার বিষয়ে আরও আগ্রহ বৃদ্ধিতে এটি ভূমিকা রাখবে।

তিনি জানান, টুর্নামেন্টের মাধ্যমে স্তন ক্যান্সারের ব্যাপারে সচেতনতা সৃষ্টিও আয়োজকদের উদ্দেশ্য।

Exit mobile version