Site icon Jamuna Television

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে ও টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ৫

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এবং কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৫ জন।

সকালে চাঁদপাই রেঞ্জের চরপুঠিয়া এলাকায় খোন্তা-কোদালিয়া খালে র‍্যাবের এর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হন। র‍্যাব জানায়, বনের মধ্যে টহলের সময় র‍্যাব -এর দিকে গুলি ছোড়ে লুকিয়ে থাকা জলদস্যুরা। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর গুলিবিদ্ধ ৩ দস্যুর মরদেহ উদ্ধার করে তারা।ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, নৌকা এবং দস্যুদের ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন রানা, জুলহাজ, কামরুজ্জামান। হাসপাতালের মর্গে রাখা হয়েছে তাদের মরদেহ।

এদিকে কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশের সঙ্গে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। পুলিশ জানায়, তারা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Exit mobile version