Site icon Jamuna Television

যানজট সমস্যার টেকসই সমাধানে মানববন্ধন

রাজধানীতে যানজট সমস্যার টেকসই সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে জ্যামমুক্ত ঢাকা চাই আন্দোলনের কর্মীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির নেতাকমীরা মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে এ দাবি জানান।

এসময় যানজট নিরসনের জন্য সপ্তাহ ব্যাপী বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে সরকারি উদ্যোগে একটি কর্মশালা করার পরামর্শ দেন। কর্মশালার মাধ্যমে সম্ভাব্য সমাধান উঠে আসলে তা কার্যকর করার মাধ্যমে এ সংকট সমাধান করা যাবে। রাজধানীতে প্রতিদিনই যানজট বাড়ছে আর তাই নগরবাসীর দুর্ভোগও বাড়ছে পাল্লাদিয়ে,আর তাই সরকারকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেয়া হয় মানববন্ধন থেকে।

Exit mobile version