Site icon Jamuna Television

সিলেটে ব্লগার অনন্ত বিজয় হত্যার চার বছর আজ

সিলেটে বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যার চার বছর আজ।

২০১৫ সালের ১২ মে নিজ বাসার সামনে খুন হন তিনি। হত্যাকাণ্ডের একদিন পর সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়। মামলাটি পুলিশ থেকে সিআইডিতে স্থানান্তর করা হয়।

২০১৭ সালের ৯ মে সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এতে ৬ জনকে অভিযুক্ত করা হয়। এরমধ্যে মান্নান রাহী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ২০১৭ সালের ২ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মামলার দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ অনন্ত বিজয়ের বন্ধু-সহযোদ্ধারা।

Exit mobile version